রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর থেকে মঙ্গলবার সন্ধ্যায় গাঁজাসহ মফিুজুল ইসলাম জুয়েল (৩৮) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৮। সে স্থানীয় রুস্তম মল্লিকের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল টহল ডিউটি করাকালীন মঙ্গলবার (১১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৫টার সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রাজাপুর গ্রামস্থ জনৈক রুস্তম মল্লিকের বাড়ির উঠান হতে মফিজুল ইসলাম অরফে জুয়েলকে আটক করে। এ সময় তার হেফাজত হতে ৭৮০ (সাতশত আশি) গ্রাম গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।