১ জানুয়ারি হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন কার্যক্রম শুরু হয়। কিন্তু যথাসময়ে বইয়ের সরবরাহ না থাকায় ১৬ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দে নব নির্মিত ওয়াজেদ চৌধুরী স্কুল এন্ড কলেজের ৫৫০ শিক্ষার্থীর মধ্যে রবিবার নতুন বই বিতরন ও শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হয়।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। বেলা ১২ টায় কলেজের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমর কান্তি হালদার।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, ওয়াজেদ চৌধুরীর সন্তান অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রিন্টু প্রমূখ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমর কান্তি হালদার জানান, আমাদের বই পেতে বিলম্ব হওয়ার কারনে আজ (রবিবার) বইগুলো বিতরন শুরু করা হলো।করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে ৬ষ্ঠ হতে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বইগুলো বিতরন করা হবে।