গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলস্টেশন এলাকা থেকে সোমবার নান্নু প্রামানিক (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ৫১ হাজার টাকা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, সোমবার (১৭ জানুয়ারী) ভোর সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া রেলস্টেশনের পাশে রাজধানী আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ নান্নু প্রামানিক(২৫), পিতা-মৃত আঃ কাদের প্রামানিক, সাং- মরিচপুরান, থানা- সাঁথিয়া, জেলা –পাবনাকে ২০ (বিশ) পিচ কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০২(দুই) গ্রাম, মূল্য অনুমান ৬,০০০/- (ছয় হাজার) টাকা ও নগদ ৫১,০০০/- টাকা, যাহার মধ্য ১৩ টি ১০০০/- টাকার নোট ও ৭৬ টি ৫০০/- টাকার নোটসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানার মামলা নং-২১, তারিখ-১৭/০১/২০২২ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ১০(ক) রুজু করা হয়।। আসামীর বিরুদ্ধে পূর্বের ০৫টি মামলা আছে।