রাজবাড়ী পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালি নগর গ্রামে স্বামী মোঃ রুবেল সরদারের হাতে খুন হয়েছে তার স্ত্রী লিপি বেগম (২৯)। ঘাতক রুবেল সরদার একই গ্রামের ওকুল সরদারের ছেলে।
এ ঘটনায় নিহত লিপি বেগমের পিতা সাজুরিয়া গ্রামের এলেম আলী শেখ বাদী হয়ে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-২৮। ৩০২ ধারা। তাং-১৯/০১/২০২২ ইং। মামলার প্রেক্ষিতে ঘাতক স্বামী রুবেল সরদারকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পাংশা থানা পুলিশ।
এর আগে গত বুধবার সকাল ৮টার দিকে রুবেল সরদারের নিজ ঘরে হাসুয়া দিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। স্বামী রুবেল মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, সকালে রুবেল তার স্ত্রীকে সাজিয়ে এলাকায় ঘুরে বেড়িয়ে নিজ ঘরে হাসুয়া দিয়ে জবাই করেছে। তিনি মাঝে মাঝে পাগলামী করতো বলে স্থানীয়রা জানান।
মাছপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন খান বলেন, এলাকায় মাদকাসক্ত ও মানসিক রোগী হিসেব পরিচিত ছিলো রুবেল। সকাল সাড়ে ৭টার কিছুক্ষণ পরে সে তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। নিহত লিপি খাতুনের তিনটি ছেলে সন্তান রয়েছে। লিপির বাবার বাড়ী একই উপজেলার সাজুরিয়া গ্রামে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। প্রথমে সে মাছের ব্যবসা করতো। তাকে মাদকাসক্ত বলা কঠিন।