রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোঃ আমিরুল হক যোগদান করেছেন। বুধবার সিভিল সার্জন কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন।
এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানাত আল মতিন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসিরউদ্দিন, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানা হক, এম ও সি এস (রাজবাড়ী) ডা. নুজহাত সুলতানা, এসআইএমও, ডব্লিউএইচও ডা. ফাতেমা তুজ জোহরা বৃষ্টি প্রমুখ।