ইটভাটার লাইসেন্স না থাকায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে এডিবি ব্রিকস মালিককে ৫০ হাজার টাকা ও এক করাত কল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার বিকালে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, ইটভাটার লাইসেন্স না থাকায় এ.ডি.বি ব্রিকস মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও করাত কলের লাইসেন্স না থাকায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।