রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু কায়সার খান।
বুধবার জেলা কারাগার পরিদর্শন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। এসময় জেলা সুপারসহ জেলা কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের আগমনে কারারক্ষীদের একটি চৌকস দলের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। জেলা প্রশাসক কারাগারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।