রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের আম্রকানন চত্ত্বর থেকে শহরের একটি র্যালী বের হয়। এসময় র্যালীটি শহরের প্রাধন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পড়ে জেলা প্রসাশনের সস্মেলন কক্ষে দিবসিটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েদ মোঃ ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
শহর সমাজসেবা কর্মকতা মাজাহারুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মেজবাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, ওনজিও কর্মকর্তা মোঃ লুৎফর রহমান লাবু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমানসহ সরকারী-বেসরকারী দপ্তর, এনজিও কর্মকর্তাসহ অনেকে।
আলোচনা সভায় জানানো হয়, রাজবাড়ী সমাজসেবা অধিদপ্তর প্রায় ৫০ হাজার জনের অধিক ব্যাক্তিকে বিভিন্ন ভাবে সেবা দিচ্ছেন। এর মধ্যে জেলায় প্রতিবন্দী সনাক্ত করেছেন ১৫ হাজার ২৭৫ জন, বয়স্ক ভাতা দিচ্ছেন ২৮ হাজার ৯৩৮ জন, বিধবা ভাতা দিচ্ছেন ৯ হাজার ২৫৩ জন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন ৭ হাজার ৫৫৫ জন এবং প্রতিবন্দী শিক্ষা উপবৃত্তি দিচ্ছেন ৪৯১ জনকে।