শামীম শেখ ॥
রাজবাড়ীর গোয়ালন্দে ভিক্ষুক পূনর্বাসন ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ভিক্ষুকদের মাঝে চেক বিতরন, শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও প্রবীণদের বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার দৌলতদিয়ায় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজ মাঠে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে দৌলতদিয়া ইউনিয়নের ২জন ভিক্ষুককে ১ লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়। চেক প্রাপ্তরা হলেন তাহের কাজী পাড়ার মৃত হামেদ শেখের ছেলে ভিক্ষুক মো. হালিম শেখ (৪০) ও হোসেন মন্ডল পাড়ার মৃত হামেদ সরদারের ছেলে ভিক্ষুক মো. সিদ্দিক সরদার (৪৭)।
এছাড়া প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে দৌলতদিয়া ইউনিয়নের অসহায় শারীরিক প্রতিবন্ধীদের ২টি হুইল চেয়ার, ১০০ জনের মাঝে কম্বল, ২০ জনকে কমোট চেয়ার, ২০ জনকে ছাতা ও ২০ জনকে ওয়াকিং স্টিক প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. জসীম উদ্দিন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও টিম লিডার (সমৃদ্ধি কর্মসূচি) মো. মশিয়ার রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো.আবু নাসার উদ্দিন, অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ, এসসিআই’র ম্যানেজার সাইফুল ইসলাম খান, শামীমা আক্তার মুনমুন, কেকেএস’র সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সমৃদ্ধি কর্মসূচির প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. শামছুল হক প্রমুখ।