রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জামালপুর বাজারে অভিযান চালিয়ে ৪ জুয়ারুকে গ্রেফতার করেছে। তাদেরকে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে পাঠিয়েছে।
বালিয়াকান্দি থানার এএসআই আব্দুল আজিজ জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে সঙ্গীয় ফোর্সসহ জামালপুর বাজারে একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাস ও নগদ ৩২০টাকাসহ জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের মকছেদ আলী সরদারের ছেলে আমিন সরদার, একই গ্রামের মজিদ শেখের ছেলে বাচ্চু শেখ ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের যাদবপুর গ্রামের অসীম দাসের ছেলে বিপ্লব দাস, একই গ্রামের অমুল্য কুমার দাসের ছেলে স্বপন কুমার দাসকে গ্রেফতার করা হয়।