বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রা শেষে বালিয়াকান্দি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য এহসানুল হাকিম সাধন, উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবু তারেক বাবলু, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রলীগ নেতা রিপন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, যুগ্ন আহবায়ক সোহেল মাহমুদ মন্টুসহ উপজেলার ৭টি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
১৯৪৮ সালের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ ঐতিহ্যবাহী সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।