হারুন-অর-রশীদ, ফরিদপুর থেকে ॥
৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ফরিদপুরে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শুক্রবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গি মোঁড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাব অভিমুখে রওনা হয়। পথিমধ্যে সুপার মার্কেটের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাঁধা দেয়।
এ সময় তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন সহ-সভাপতি আজম খান, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, বিএনপি নেতা মিজানুর রহমান বাবলু, মামুনুর রশীদ, যুবদল নেতা শাহিন হক, ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস প্রমুখ।
এদিকে ফরিদপুরে জেলা বিএনপির এ কর্মসূচী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোঁড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।