রাজধানীর বনানী মহাখালী আমতলী এলাকায় চলন্ত বাস থেকে ফেলে শাকিল শেখ (২০) নামের এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুখখোলা গ্রামের আক্কাস আলী শেখের ছেলে। এছাড়া ঢাকাস্থ রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্য ও সরকারী তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথমবর্ষের ছাত্র। নিহত শাকিল মহাখালী ওয়্যারলেস এলাকার পরিবারসহ বসবাস করত।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়হান ইসলাম (২০) নামে অপর এক ছাত্র আহত হয়েছে। তবে পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা ঘটনা।
আহত রায়হান বলেন, ‘শাকিলসহ আমরা চারজন মহাখালী আমতলী এলাকার রাস্তা পার হচ্ছিলাম। এ সময় কলেরা হাসপাতালের উত্তরাগামী একটি স্টাফবাস দেখে থামাতে বললে বাসটি না থামিয়ে আমাদের ধাক্কা দেওয়া চেষ্টা করে। পরে আমি আর শাকিল বাসে উঠে প্রতিবাদ জানাই। এ সময় বাসে সহকারীসহ আরও ২-৩ জন চলন্ত অবস্থায় শাকিলকে বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এ সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। এ ঘটনায় আমাকেও ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হই।’
বনানী থানার উপ-পরিদর্শ (এসআই) মিজানুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি শাকিল নামে তিতুমীর কলেজের এক ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় কলেরা হাসপাতালের বাসটিকে আটক করা হয়েছে।