রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া এলাকায় দ্রুত গতির একটি মাইক্রোবাস চাপায় সাত্তার ফকির (৪৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস টাকা মোট্রো (চ-১৩২৬৫২) ও চালক মোঃ আলী আশরাফকে আটক করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ। নিহত সাত্তার ফকির বোয়ালিয়া এলাকার মৃত সাকেন ফকির ছেলে।
প্রত্যক্ষদোষী সুত্রে জানাগেছে, ভ্যান চালক সাত্তার ফকির পাংশা থেকে ভ্যান চালিয়ে তার নিজ বাড়ী বোয়ালিয়া ফিরছিলেন। ভ্যানটি বোয়ারিয়া এলাকায় আসলে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানের চালক নিহত হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজুর রহমান রাজবাড়ীবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।