গোয়ালন্দ উপজেলার সর্বচ্চো বিদ্যাপিঠ গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের প্রতিষ্ঠাতা নাসিরুল ইসলাম ফুলু (৮৬) বার্ধক্যজনিত কারণে শনিবার বেলা পৌনে ৩টায় ফরিদপুরের সমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম লিন্টুর পিতা। মরহুমের পুত্র কামরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার পর তার নামে গোয়ালন্দে কলেজ প্রতিষ্ঠা করেন।
রোববার সকাল ১০টায় গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।