“নাটক জারি বিচারগান, মন জমিনে সোনার ধান” এই স্লোগানকে বুকে ধারন করে রাজবাড়ীতে পদ্মা থিয়েটারের ৩ দিন ব্যাপী নাট্যোৎসবের উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গঙ্গাপ্রসাদপুর গ্রামের কলিবরের বাজারে “সমাজ” নাটকের মাধ্যমে এর উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী নাট্যোৎসবের উদ্ভোধন করেন জেলা মুক্তিযুদ্ধ ইউনিট কমান্ডের সাংগঠনিক মুক্তিযোদ্ধা সংসদের সহ কমান্ডার মোঃ দেলোয়ার হোসেন দুলাল মোল্লা।
পদ্মা থিয়েটারের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, পদ্মা থিয়েটারের উপদেষ্টা এ্যাডঃ আলাউদ্দিন ব্যাপারী, সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম প্রমূখ।
গিয়াস উদ্দিন তালুকদার ও কাজী আবুল কাসেমের নির্দেশনায় সমাজ নাটকটি মঞ্চস্থ করা হয়েছে।
উল্লেখ্য, পদ্মা থিয়েটারের আয়োজনে চলতি মাসের আজ ৬ জানুয়ারী জীবন নদীর তীরে ও ৭ জানুয়ারী গৈ-গেরামের পালা নাটক অনুষ্ঠিত হবে। প্রতিটি নাটক রাত ৮ থেকে শুরু হবে।