গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে শনিবার দিনগত রাতে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিটন ব্যাপারী (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আইনদ্দিন পাড়া গোলজার ব্যাপারীর ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ান্ত্রন অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে শনিবার দিনগত রাত ১১টার দিকে গ্রেপ্তারকৃত লিটনের ঘর থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী লিটনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অন্তত ৯০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।