রাজবাড়ীতে এক নারী ইউনিয়ন পরিষদ সদস্যকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারধোর করার অভিযোগ উঠেছে। আহত ওই নারী জনপ্রতিনিধিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইউপি সদস্য জানান, তিনি রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য। এড়েন্দা গ্রামের মনির উদ্দিন মোল্যার ছেলে নিকবর হোসেন বাটই (৪৬) বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অবগত করা হলে তার উপর ক্ষিপ্ত হয়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে পাশের দর্জি বাড়ীতে যাওয়ার সময় বিপুল ঠাকুরের বাড়ীর নিকট বাঁশ ঝাড়ের নিকট পৌছালে পিছন থেকে এসে ঝাপটে ধরে মুখ আটকে ধরে বাঁশ ঝাড়ের মধ্যে নিয়ে কাপড় টেনে ছিড়ে ফেলে। এসময় বুকের উপর উঠে জোড়পুর্বক ধর্ষণের চেষ্টা করে। দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া সহ নাকের উপর ঘুষি দিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে আসিফ এগিয়ে আসলে তাকেও মারধোর করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইফতে খারুল আলম প্রধান বলেন, এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।