রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃর্ষে উজ্জল প্রামানিক (২০) নামে এক জুটমিল শ্রমিকের মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার দর্পনারায়নপুর গ্রামের রহমত প্রামানিকের ছেলে ও রাজবাড়ী জুটমিলের শ্রমিক।
ওই শ্রমিকের চাচা মালেক প্রামানিক বলেন, মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাশের বাড়ীর ইউসুফ পাটোয়ারীর বাড়ীর ফ্রিজের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃর্ষ হয়। তাকে দ্রুত রাজবাড়ী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী থানার এস,আই মাহবুব আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে এসেছি। লাশ এখনো হাসপাতালে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।