রাজবাড়ীতে ১৪ বছর বয়সী মেয়েকে ২ মাস ধরে ধর্ষন করায় পুলিশ সৎ বাবা আকবর শেখ (৫০) কে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার দর্পনারায়নপুর গ্রামের মেছের শেখের ছেলে।
ওই কিশোরীর খালু বাদী হয়ে সোমবার রাজবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে।
ওই কিশোরীর খালু অভিযোগ করে বলেন, তার শালিকার রাজবাড়ী সদর উপজেলাতেই বিয়ে হয়। ওই ঘরে একটি কন্যা সন্তান হয়। পরে তার শালীর সাথে আকবর শেখের বিয়ে হয়। বিয়ের পর ওই কন্যা সন্তান সহ আকবরের বাড়ীতে বসবাস করছেন। গত ২২ মে আমার বাড়ীতে ওই কিশোরী বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ্য হওয়ার পর আমার ছেলের স্ত্রীর নিকট প্রকাশ করে দুই মাস ধরে সৎ বাবা আকবর শেখ প্রায় প্রতিদিনই ধর্ষন করে আসছে। গত ১৫ মে রাত ১০ টার দিকে মায়ের অনুউপস্থিতিতে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। বিষয়টি জানতে পেরে আত্বীয় স্বজনের সাথে কথা বলে থানায় মামলা দায়ের করেছি।
রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সত্যতা পাওয়ায় নিয়মিত মামলা রেকর্ড করা সহ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। কিশোরীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে।