ঘন কুয়াশার কারণে সোমবার ভোরে আড়াই ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় নদী পারাপার হতে আসা যানবাহন গুলো ঘাট এলাকায় আটকা পড়ে। আটকে পাড়া যানবাহনের যাত্রীরা তীব্র শীতের মধ্যে প্রচন্ড দুর্ভোগের শিকার হন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিস সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার পর থেকে নদীতে ঘন কুয়াশার কারণে নৌরুটের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে গিয়ে তিনটি ফেরি দিক হারিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। অপর ফেরিগুলো যাত্রী ও যানবাহনের পূর্ন লোড নিয়ে ঘাটেই বাঁধা ছিল। পরে সকাল ৮টার দিকে নদী এলাকায় কুয়াশা কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাট এলাকায় কয়েকশ নদী পারের অপেক্ষায় আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিসের ব্যাবস্থাপক মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকে পড়া বেশীর ভাগ যাত্রীবাহি যানবাহনগুলো পার করা হয়ে গেছে। কিছু পন্যবাহি ট্রাক পারের অপেক্ষা সিরিয়ালে আটকে আছে।