ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল এলাকায় দ্রুতগতির বাস চাপায় মোটরসাইকেল আরোহী সাহেব আলী (শিহাব-২৭) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পোয়াইল গ্রামের গফফার মোল্লার ছেলে। শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শনিবার সকালে মাগুরা থেকে নিজস্ব মোটরসাইকেল যোগে ঢাকায় যাচ্ছিলেন সেনা সদস্য সাহেব আলী। তার ব্যবহৃত মোটরসাইকেলটি মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।
নিহতের বাবা গাফফার মোল্লা জানান, সাত সন্তানের মধ্যে সাহেব আলী ছিল দ্বিতীয় ছেলে। সে এক কন্যা সন্তানের জনক। সে সেনা বাহিনীতে গাড়ী চালক কমর্রত ছিল। শনিবার বাড়ী থেকে সকাল ৭টায় মোটরসাইকেল নিয়ে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
গোয়ালন্দ হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডা. আঁখি বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই রোগীকে ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান।