রাজবাড়ীতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী গ্রামের মোঃ জসিমের স্ত্রী মোছাঃ সুমি আক্তার কাজল (২৭) ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের আলতাফ সিপাহীর ছেলে মোঃ ইমরান সিপাহী (৩০)।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হাসান খান বলেন, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-ফরিদপুর সড়কের আল মদিনা হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। দাঁড়িয়ে থাকা মোছাঃ সুমি আক্তার কাজলকে ছয়শত পিছ ইয়াবা ও মোঃ ইমরান সিপাহীকে চারশত পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।