স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে মৃত্যুর প্রায় আড়াই মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মোশারফ হোসেন মলমগীর (৫০) নামে এক সাবেক ইউপি সদস্যের লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা, সদর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়।
নিহত মোশারফ হোসেন মলমগীর রাজবাড়ী সদর উপজেলার দাদাশী ইউপি আওয়ামী লীগ নেতা ও ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য । তিনি (১৪ মার্চ) মারা যান।
জানা যায়, মোশারফ হোসেন মলমগীর রাজবাড়ী সদর উপজেলার দাদশীর আওয়ামী লীগ নেতা ও ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য। চলতি বছরের (১৪ মার্চ) মধ্যরাতে তিনি স্টোকজনিত কারণে মারা যান। ভোর রাতে সেটি জানাজানি হয়। ওই সময় স্বাভাবিক মৃত্যু ভেবে যথাযথ নিয়ম মেনে পরদিন বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু ওই ঘটনার পর (১৬ এপ্রিল) শনিবার সন্ধ্যায় আরিফ শেখ নামে এক যুবক মৃত মলমগীরের বাড়ীতে আসে তার প্রেমিকা (মলমগীর স্ত্রী) যুথির সাথে দেখা করতে। সে সময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যাক্তি বর্গকে বিষয়টি জানায়। ওই সময় উপস্থিত সবার সামনে মৃত মলমগীরের স্ত্রী যুথি জানায় আরিফ শেখ তার স্বামী। আদালতের মাধ্যমে তারা চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিয়ে করেছেন। অর্থাৎ মলমগীরের মৃত্যুর ১৫ দিন আগে যুথি তার প্রথম স্বামী মলমগীরকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন। আর এতেই ইউপি আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন মলমগীরের স্বাভাবিক (স্টোকজনিত) মৃত্যু সবার কাছে রহস্যময় হয়ে ওঠে। ফলে মলমগীরের পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারনা তার স্ত্রী যুথি এবং পরকীয়া প্রেমিক আরিফ শেখ কৌশলে মলমগীরকে হত্যা করে স্বাভাবিক (স্টোকজনিত) মৃত্যু বলে চালিয়েছে। যার প্রেক্ষিতে (১৯ এপ্রিল) মঙ্গলবার দুপুরে মলমগীরের মৃত্যুর প্রায় এক মাস পর তার বোন আলেয়া জামান বাদী হয়ে রাজবাড়ীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে মৃতের স্ত্রী যুথি আক্তার (২১) ও তার পরকীয়া প্রেমিক আরিফ শেখ (২৪)কে আসামী করে মামলা এবং সেই সাথে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্যও আবেদন করেন।
আসামীরা হলেন, মৃত মলমগীরের স্ত্রী যুথি আক্তার ও পরকীয়া প্রেমিক শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের দেলোয়ার শেখের ছেলে মোঃ আরিফ শেখ।
দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ বলেন, কোর্টের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ কবর থেকে সাবেক ইউপি সদস্য মলমগীরের লাশ উত্তোলন করা হয়েছে। প্রথমে শুনেছিলেন সে স্ট্রোক করে মারা গেছে। কিন্তু পরবর্তীতে তার স্ত্রীর পরকীয় প্রেমিক ধরা খাওয়ায় বিষয়টি সবার মধ্যে সন্দেহ তৈরি করেছে। ফলে ময়নাতদন্তের মাধ্যমে সঠিক কারণ উদঘাটন হবে। তিনি আরও বলেন, নিহতের পরিবার সহ অন্য সবার মতো তিনিও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের পাশাপশি প্রকৃত দোষীদের শ্বাস্তর দাবি জানান।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন বলেন, আদালতের নির্দেশে থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে ময়নাতন্তের জন্য আজ লাশ উত্তোলন হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, মামলার প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য কোর্ট সাবেক ওই ইউপি সদস্যের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন। সেই আলোকে তিনি উপস্থিত থেকে লাশ উত্তোলন করে ময়নাতন্তের জন্য পাঠিয়েছেন।