সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সোমবার বিকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয় প্রাঙ্গনে কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তায়েব উর রহমান আশিক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান মোল্যা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, কেকেএস শিশু বিদ্যালয়ের শিক্ষিকা বাসন্তী স্যানাল প্রমুখ।
রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, আদিবাসীদের কথা চিন্তা করে কেকেএস স্কুল পরিচালনা একটি ভালো পদক্ষেপ। কয়েকদিন শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের কথা চিন্তা করেই তার ত্রাণ তহবিল থেকে কম্বল প্রদান করেছেন। আমরা তার প্রতিনিধি হিসেবে সঠিক ভাবে কম্বল প্রদান করছি।
এ সময় ১১৬ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।