গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম রিমন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে স্থানীয় মো. ইউনুস সরদারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার (২২ জুন) দিনগত রাত ১০টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন থানাধীন পৌরসভার হাউলি কেউটিল সাকিনস্থ জনৈক গিয়াস উদ্দিন শেখের বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম রিমনকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানার মামলা নং-২২, তারিখ-২৩/০৬/২০২২ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু করা হয়।