সোহেল রানা ॥
খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়ের) প্রকল্পের আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে সোমবার সন্ধ্যায় ৮জনকে পাওয়ার ট্রিলার বিতরণ করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী।
এ সময় রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তায়েব উর রহমান আশিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ৮জন কৃষকের হাতে পাওয়ার ট্রিলার তুলে দেওয়া হয়।