রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি মুর্শিদুর রহমান বুলু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গগন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। কালুখালী রতনদিয়া সরকারি মডেল পাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দীতা করেন। এদের মধ্যে সভাপতি পদে ১১৯ ভোট পেয়ে মোঃ মুর্শিদুর রহমান বুলু ও সাধারণ সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে জাহিদুজ্জামান গগন নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইসলাম উদ্দিন শেখ ও মহিলা সম্পাদক রেশনাত জাহান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন গোয়ালন্দ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী। কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু কায়সার, পাংশা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন ,সালথা উপজেলা সভাপতি রবিউল আলম, ফরিদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।