রাজবাড়ীর নতুন বাজার এলাকায় এনআইবি ব্রিকস (ইটভাটা) অবৈধভাবে ভাটা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সেই সাথে ধংস করা হয়েছে ইট।
মঙ্গলবার সকালে এনআইবি ব্রিকস এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
রাজবাড়ীর নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম জানান, রাজবাড়ীর নতুন বাজার এলাকায় এনআইবি ব্রিকস অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে ইট তৈরি করে আসছিল যে কারনে ভাটা সংস্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ধারা ৪ ও ৬ অনুসারে ওই ভাটা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সেই সাথে নিয়ম না মেনে ইট তৈরি করায় বিপুল পরিমানে ইট ধংস করা হয়েছে।
এ সময় রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহানাজ খানম, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবু সাইদ, সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আগামীতেও এই অভিযান অব্যহত থাকবে।