রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকালে প্রধান মন্ত্রীর ত্রান তহবীল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরন করা হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে চেক বিতরন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
জানাগেছে, প্রধানমন্ত্রীর ত্রান তহবীল হতে প্রাপ্ত অনুদানের ৩ লক্ষ ২০ হাজার টাকা গোয়ালন্দ, পাংশা ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন রোগে আক্রান্ত ১৩ জনের মধ্যে বিতরন করা হয়।