রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কাজীর হাট বাজারে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
চন্দনী ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন জানান, রাতে কাপর ব্যবসায়ী আবদুল আলিম দোকানের ইস্ত্রির বিদ্যুতের সংযোগ না খুলেই দোকান বন্ধ করে চলে যান। ধারণা করা এই দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আবদুল আলিমের কাপরের দোকান, হাফেজ মো. হাসমতের পাটের গোডাউন, আবদুল কাইয়ুমের কীটনাশকের দোকান এবং বাবুর মুদি ও ফ্লেক্সিলোডের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আবদুল গফুরের মুদি দোকান ও সুজনের চায়ের দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
তিনি আরো বলেন, খবর পেয়ে রাত সোয়া একটার দিকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়দের সহায়তায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কমপক্ষে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের দলনেতা (লিডার) ইন্দ্র প্রসাদ বিশ্বাস অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।