‘যুক্তির আলোয় উজ্জীবিত হোক তারুণ্য’ এই স্লোগানে গোয়ালন্দে দুই দিন ব্যাপি বিতর্ক কর্মশালা শনিবার বিকেলে শেষ হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন একজ জাগরণ এ কর্মশালার আয়োজন করে।
এর আগে গত শুক্রবার আহমদ আলী মৃধা গণগ্রন্থাগারে বিতর্ক কর্মশালার উদ্ধোধন করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একজ জাগরণের আহবায়ক সুজন সরওয়ার। কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জাতীয় পর্যায়ের বিতার্কীক ইকরাম হোসেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সুরজিত চক্রবর্তী, রাজবাড়ী ডিভেট এসোসিয়েশনের সভাপতি মেজবাহ্উল করিম রিন্টু, সাদমান সাকিব নোবেল, তারেক ইবনে হাসান শাম্স, নাসির খান, এনামুল জুয়েল।প্রথম দিনের কর্মশালাতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় সনাতনী বিতর্ক, উচ্চরণ ও বাচন ভঙ্গি, সাংসদীয় বিতর্ক সম্পর্কে। ২য় দিন শিক্ষার্থীদের থেকে চারটি দল বাছাই করে একটি আন্তঃদল বিতর্কের আয়োজন করা হয় নিজেদের দক্ষতা বৃদ্ধি করার জন্য। বিতর্কের বিষয় ছিল জনগনের অসচেতনতাই দুর্নীতির কারন।
একজ জাগরণের আহবায়ক সুজন সরওয়ার রাজবাড়ীবিডিকে বলেন, শিক্ষার্থীদের বিতর্কের সাথে সম্প্ক্তৃ করে তাদেরকে যুক্তিবাদী, চিন্তাশীল, জ্ঞানবৃদ্ধি, দেশপ্রেমী প্রজন্ম তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে একজের এই প্রয়াস। এই বিতর্কের মাধ্যমে ছাত্র ছাত্রীরা নিজস্ব মতামতের পাশাপাশি নিজস্ব চিন্তাভাবনা প্রকাশ করার সুযোগ পাবে।
একজ বিতর্ক কর্মশালার সম্বন্ময়কারী ছিলেন পিয়াল, পাভেল, শান্ত, হুসাইন, প্রভাত, হৃদ, জুবায়ের, রাজিব দাস, সরোয়ার মিরাজ, রাশেদ রাফাদ, সাইফুল ইসলাম প্রমুখ।