হারুন-অর-রশীদ, ফরিদপুর থেকে ॥
ফরিদপুরে জাঁকজমকপূর্ণ ভাবে চলছে উন্নয়ন মেলা, যার আয়োজন করেছে ফরিদপুরের জেলা প্রশাসন। এ মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের নৌ বাহিনীতে যুক্ত হওয়া প্রথম সাবমেরিন ‘জয়যাত্রা’।
বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখা রাজেন্দ্র কলেজ মাঠে তাঁদের নিজস্ব প্যাবিলিয়নে জয়যাত্রার রেপ্লিকা প্রদর্শন করেছে। যা দেখার জন্য শত শত মানুষ মেলার মাঠে ভিড় জমাচ্ছে। লাইনে দাঁড়িয়ে কেউ গ্রুপ ছবি তুলছে, সেলফি নিচ্ছে।
এছাড়া তাদের প্যাভিলিয়নে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’র রেপ্লিকাও প্রদর্শন করা হয়েছে। সারা দেশ বিশেষভাবে ফরিদপুরে সরকারের তথা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ডের চিত্র বর্নিল্বাভে প্রদর্শিত হচ্ছে। প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে উন্নয়ন প্রামাণ্যচিত্র ‘আলোর বাতি ঘর’।
এ প্যাভিলয়নটির সার্বিক পরিকল্পনায় ছিল জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, প্রামন্যচিত্রটি নির্মাণ করেছে বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু ও সাংবাদিক বিজয় পোদ্দার।
আজ মেলার শেষ দিনে মেলায় উপচেপড়া ভিড়। উৎসাহী শত শত মানুষ মেলার মাঠে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছে।
উল্লেখ্য বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’স্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সকাল- ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্নয়ন মেলা চলছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারন্সের মাধ্যমে দেশের সব বিভাগ, জেলা-উপজেলায় একযোগে তৃতীয় জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। শনিবার এ মেলার শেষ দিন।