সোহেল রানা ॥
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামে শনিবার বিকালে কৃষক সমিতির আলোচনা সভা ও আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
সুদিপ্ত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল, বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এএসএম দাউদ খান, সাধারন সম্পাদক সনজিৎ কুমার দাস, আনন্দ কুমার দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে বহরপুর ইউনিয়ন আঞ্চলিক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি সুদিপ্ত রায়, সাধারন সম্পাদক আনন্দ দাসসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।