রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অস্তারমোড় ও উড়াকান্দা এলাকার পদ্মা নদীতে অবৈধ আড়াআড়ি বাঁশের বাঁধ ও জাল অপসারণ করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ।
গত সোমবার (২৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত দৌলতদিয়া নৌ-পুলিশ অভিযান চালিয়ে ৩ টি বাঁশের বাঁধ অপসারণসহ ২৩০ টি জাল কেটে নদীতে ভাসিয়ে দেয়া হয়। অবৈধ বাঁধ অপসারণ ও নিষিদ্ধ চায়না দোয়ারী উদ্ধার অভিযানে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবিরের নেতৃত্বে দৌলতদিয়া নৌ-পুলিশের এসআই মোঃ আঃ কুদ্দুস, এএসআই রফিকসহ নৌ-পুলিশের অন্যান্য সদস্যরা অংশ গ্রহন করেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবির পদ্মায় অভিযান প্রসঙ্গে জানান, পদ্মার বিভিন্ন স্থানে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে ও চায়না দোয়ারীতে মাছ নিধনের সংবাদের ভিত্তিতে ছোট ভাকলা ইউনিয়নের অন্তারমোড় ও উড়াকান্দা এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ টি বাঁধ অপসারণসহ বাঁধের জাল কেটে ও বাঁশ নদীতে ভাসিয়ে দেয়া হয়। মাছের বংশ বিস্তার ও জলজ প্রানী রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।