শামীম শেখ ॥
রাজবাড়ীতে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ ১১ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখা।
রবিবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে জেলার ৫টি উপজেলা বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক ও কর্মচারী অংশ নেন। কর্মসূচি থেকে আগামী ২২ জানুয়ারী হতে ২৮ জানুয়ারী পর্যন্ত সকল বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্ম বিরতি পালনে কর্মসূচি ঘোষণা করা হয়।
পরে রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলীর মাধ্যমে শিক্ষক নেতৃবৃন্দ দাবী সম্বলিত পৃথক ৩টি স্মারক লিপি প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর প্রদান করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি সাহিদা খানমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারন সম্পাদক আ: রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ বিশ্বাস, বিনয় কুমার বিশ্বাস, ফরহাদ হোসেন বিশ্বাস, আবুল বাশার, নিরানন্দ কুমার সরকার, সুশীল দত্ত তাপস, ফকীর আব্দুল কাদের, আ: মজিদ শেখ, আব্দুল জলিল, নজরুল ইসলাম প্রমুখ।