মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ছেলের চোখের চিকিৎসার জন্য অনুদান পেলেন রাজবাড়ীর পাংশা উপজেলার দুর্গাপুর গ্রামের মজিরন নেছা। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর পক্ষে অনুদানের ওই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন। মজিরন নেছার ৫ বছর বয়সী ছেলে চোখের সমস্যার কথা উল্লেখ করে তিনি প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আবেদনের প্রেক্ষিতে তাকে এককালীন ৩০ হাজার অনুদান চেক প্রদান করা হয়।