জাহিদুর রহিম ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল সম্মিলনী আদর্শ স্কুল ও কলেজের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সকাল থেকে শুরু হয়েছে।
দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল ও কলেজের সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস। এসময় স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শশধর ঘোষ, মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য ফিরোজ লস্কর, জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া ইসলাম, পল্লী চিকিৎসক দেবব্রত সরকার দেবু, গ্রামীণ ব্যাংকের মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অনিমেষ বিশ্বাস ও শ্যাম সুন্দর সরকার। বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হবে।