আবির হোসেন আবু ॥
মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পশ্চিমপাড়া গ্রামে এক পাষন্ড স্বামীর হাতে নব বিবাহিত স্ত্রী খুন হয়েছে।
সরোজমিনে গিয়ে জানা যায়, গ্রামের ৃমত জাফর শেখের স্কুল পড়–য়া মেয়ে মারুফা (১৫) কে তার স্বামী সাইফুল ইসলাম (সাদ্দাম) বৃহস্পতিবার দিবাগত রাতে শশুর বাড়িতে সোবার ঘড়ে গলা টিপে হত্যা করে ওড়না দিযে আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পাশের রুমে থাকা মারুফার মা দিপালী বেগম টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে মৃত অবস্থায় মারুফাকে উদ্ধার করে।
মারুফার মা জানান, মাত্র চার মাস পুর্বে পাশের আড়পাড়া গ্রামের মৃত আহম্মদ শেখের ছেলে এই সাইফুলের সাথে আমার মেয়ের বিয়ে হয়। ঘটনাটি নিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান, কামাল, সেলিম, শহিদুল ইসলাম, আবু বক্কার, ইব্রাহিম ও সাকিবের সাথে। তারা জানান, রাতে মারুফার মায়ের চিৎকার শুনে আমরা ছুটে এসে মৃত অবস্থায় মারুফাকে উদ্ধার করি। ঐ সময় মারুফার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। ঘাতক স্বামী সাইফুল পালিয়ে যাবার সময় আমরা গ্রামবাসিরা ধরে তাকে আটক করে মধুখালী থানা পুলিশের নিকট সোপার্দ করি। মামালার বিষয়ে নিহতের চাচা কামাল ও সেলিম শেখ জানান ঘাতক সাইফুল কে প্রধান আসামী করে মামলার প্রস্তুতি চলছে। উল্ল্যেখ্য নিহত মারুফা ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিল।
এ বিষয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশীদুল আলম মাসুম জানান, আলামত দেখে মনে হচ্ছে শ্বাস রোধ কওে হত্যা করা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মন্তব্য করতে রাজি হননি। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না এলাকায় থানার অফিসার প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য কাজ করছেন।