রাজবাড়ীর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, সিনিয়ার সহকারী পুলিশ সুপার আছাদুজ্জামান আছাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেবেকা খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সরক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন প্রমুখ। এছারাও এ সময় জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।