গোয়ালন্দ উপজেলার হাউলি কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রোববার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গনে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন হয়ে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুষ্কা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সাংবাদিক আজু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছোট ভাকলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শাহিদুল ইসলাম, আসাদুজ্জামান খান, ইউআরসি’র ইন্সট্রাক্টর কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী, হাউলি কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আক্তার, বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, ম্যানিজিং কমিটির সদস্য নার্গীস চৌধুরী, আ. হামিদ শেখ প্রমুখ।