রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাসা বাড়িতে সোমবার বর্নাঢ্য আয়োজনে স্বরসতী পুজা অনুষ্ঠিত হয়েছে।
পুজারীরা জানান, স্বরসতী পুজা হিন্দু ধর্মাম্বলীদের অন্যতম ধর্মীয় উৎসব, বিদ্যার দেবী স্বরসতীর আরাধনায় নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো। এই দিনে সাদা রাজহাসে চড়ে দেবী পৃথিবীতে আসেন তাই তারা বিদ্যা বুদ্ধি অর্জনের জন্য স্বরসতী পুজা করে থাকেন।
সারা দেশের ন্যায় রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে জেলায় এবার রাজবাড়ীর পাচ উপজেলায় পূজা মন্ডপ, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা বাড়ীতে প্রায় তিন হাজার পূজা অনুষ্ঠিত হচ্ছে।