রাজবাড়ীর প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড আনছার আলীর সপ্তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে। কমরেড আনছার আলী ইউনাইটেড কমিউনিস্ট লীগের রাজবাড়ী-ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে সকালে শহরের কলেজ পাড়া নিউকলোনীতে প্রয়াত নেতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সংগঠনের সমন্বয়ক আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কমরেড নজরুল ইসলাম, কমরডে আজাদুর রহমান, কমরেড শহিদুল ইসলাম, কমরেড শহিদ প্রমূখ। বক্তারা প্রয়াত এই নেতার রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত তিনি পাবনার বেড়া উপজেলার হরিহরপুর গ্রামে জন্মগ্রহন করেন। রাজনৈতিক জীবনে তিনি অনেকবার কারাবরণ করেন। আত্মগোপনে থেকে রাজনৈতিক করেছেন দীর্ঘদিন। ২০১২ সালের ২৩ জানুয়ারি তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা যান।