মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পাংশা থানা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা মোঃ শরিফ-উল ইসলাম মিষ্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুরুজ আলী মুন্সী, রাকিবুল ইসলাম রুমা, কায়ছার আলী, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা রোকন উদ্দিন, ছাত্রদল নেতা সবুজ সরদার, রুহুল আমিন ও শরিফুল ইসলাম প্রমুখ।
পরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।