মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ‘বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৭-১৮’ এর আওতায় পাংশায় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক মোঃ ফিরোজ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ)। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে,এম নজীবউল্লাহ, রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার (অ:দা:) মোঃ শাহীন সুলতান রাজা, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাংশা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক সাংবাদিক মাসুদ রেজা শিশির, ক্রীড়া শিক্ষক আব্দুল করিম, তরিকুল ইসলাম প্রমুখ।
এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২৩টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।