আজমল হোসেন ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে বুধবার বিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহর আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মহসীন খান প্রমুখ। এসময় উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।