হারুন-অর-রশীদ, ফরিদপুর থেকে ॥
ফরিদপুরে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা শহরের থানা রোডের জেলা কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
পরে যুবলীগের নেতারা বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ।
এরপর একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হোসেন লেভী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, আ্যডভোকেট জাহিদ বেপারী প্রমুখ।