রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ইচারা মোড়ে শনিবার দুপুরে মাছ বোঝাই নসিমন উল্টে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। নসিমন চালকের নাম, জুলমো মোল্যা (৫৭)। তার পিতার নাম, কাদের মোল্যা। বাড়ী রাজবাড়ী সদর উপজেলার শিবরামপুর দক্ষিণপাড়া গ্রামে।
বালিয়াকান্দি থানার এসআই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য জানান, জলমো মোল্যা নামের নসিমন চালক মাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ইচারা মোড়ের নিকট পুকুরে উল্টে গিয়ে চাপা পড়ে। অপর দু,জন আহত হয়। নসিমন চালককের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।