রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবীতে রাজবাড়ীর গোয়ালন্দ ও পাংশা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন মঙ্গলবার ৩য় দিনের মত কর্মবিরতি পালন করেছে।
গোয়ালন্দ : গোয়ালন্দে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন পৌর সার্ভিস এসোয়িয়েশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সেলিম, সহকারী প্রকৌশলী কাজল কুমার নাগ, সহ সভাপতি মো. বদরুল আলম চৌধুরী, কর্মচারী সংসদের সভাপতি লুৎফুল করিম টিটু, ইউনছ হোসেন বিপ্লব, ফজলুল হক প্রমুখ। কর্মবিরতিতে একাত্বতা প্রকাশ করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম।
পাংশা : পাংশা পৌরসভার সচিব মোঃ সিদ্দিকুর রহমানের খানের সভাপতিত্বে জাফর ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন, পাংশা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র অতুর সরদার, লাভলু বিশ্বাস, রাশিদা ইয়াছমিন, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মিয়া পলাশ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, রাজবাড়ী পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ আঃ রব, জেলা কমিটির অর্থ সম্পাদক ও ফরিদপুর আঞ্চলিক কমিটির সহ-প্রচার সম্পাদক সরদার আবু মাসুদ ও শামীম সাগর প্রমুখ। এদিকে এ কর্মবিরতির ফলে সাধারণ মানুষ পানি ছাড়া পৌরসভার সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছে।