আজমল হোসেন ॥
“একবার নাম লইলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে” হরিপুরুষ পদ্মলোচন ঠাকুরের ২৮৪তম তিরোধান তিথিতে তার স্মৃতি তর্পনের মাধ্যমে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম শ্রবণ ও গঙ্গাস্নানের মধ্যে দিয়ে ১০দিনব্যাপী গ্রামীণ মেলা বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মির্জা ফরিদুজ্জামান হাবিবুল, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম, জামালপুর ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, রিজভী আহম্মেদ খসরু, ইউসুফ আলী, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম মিয়া মোড়ল প্রমুখ।
বুধবার ভোর ৬টা থেকে গঙ্গা¯œান শুরু হয়। বিকাল ৫টায় শ্রী ভদ্ভাগত পাঠ করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চট্রোপাধ্যায়। বৃহস্পতিবার শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন। রবিবার সুর্যোদয় পর্যন্ত ২৪ প্রহরব্যাপী আখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন পরিবেশন করবে, যশোরের দেবী পূজা সম্প্রদায়, মাগুরার রাই কিশোরী সম্প্রদায়, ঝিনাইদহের কল্পনা সম্প্রদায়, মাদারীপুরের গোপাল সংঘ সম্প্রদায়, মধুখালীর ভাই ভাই সম্প্রদায়, খুলনার বন্ধু সুন্দর সম্প্রদায়। রবিবার কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন, জলকেলী, দধি মঙ্গল, শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা, মহাপ্রসাদ বিতরণ ও মহন্ত বিদায়। সেবক, শ্রী গোপাল ঠাকুর। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। মেলায় নাগরদোলা, বিভিন্ন তৈজসপত্র, কাঠের আসবাবপত্র, লোহার সরমঞ্জামাদীর পসরা সাজিয়েছেন। মেলা উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বইছে।